ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালীন দায়িত্বরত শিক্ষকদের ‘খোশগল্প, নাস্তা করা ও ফোনে কথা’ বলা নিয়ে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগীয় প্রধান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মতিউর রহমান সরকার দুখু।
মতিউর রহমান সরকার দুখু আরো উল্লেখ করেন, কেন্দ্রের শেষের দিকের বেঞ্চে বসার কিছুক্ষণ পর আরেকজন শিক্ষক আমার পেছনে এসে বসে একটি ইংরেজি আর্টিকেল উচ্চস্বরে পড়া শুরু করেন। প্রায় এক ঘণ্টা তিনি আর্টিকেল পড়েন। তা ছাড়া, কেন্দ্রে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ হলেও শিক্ষকরা পরীক্ষা চলাকালীন কেন্দ্রের অভ্যন্তরে উচ্চস্বরে মোবাইলে কথা বলেন।
দর্শন বিভাগের এই শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, ‘আমি এর সুষ্ঠু সমাধান আশা করছি। এভাবে কোনো পরীক্ষা কেন্দ্র চলতে পারে না।’
এদিকে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী বলেন, ‘তিনি আমাকে বলতে পারতেন। আমাকে না জানিয়ে পরীক্ষা নিয়ন্ত্রককে চিঠি দিয়েছেন। এটা ঠিক করেননি। আমি অভিযোগ পাওয়ার পরপরই ওই শিক্ষকদের বলে দিয়েছি এসব না করতে।’