প্রবীণ বাম নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে কলকাতায় তাঁর বাসভবনে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। খবর এনডিটিভির।
বুদ্ধদেব ভট্টাচার্য কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাকে ঘন ঘন হাসপাতালে ভর্তি করা হতো। গত বছর নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে, প্রবীণ সিপিএম নেতা পরে সেরে ওঠেন।
বুদ্ধদেব ভট্টাচার্য ভারতের কমিউনিস্ট পার্টি-মার্ক্সবাদী বা সিপিএমের সিদ্ধান্ত গ্রহণকারী শীর্ষ সংস্থা পলিটব্যুরোর একজন সাবেক সদস্য। তিনি ২০০০ থেকে ২০১১ খ্রিষ্টাব্দ পর্যন্ত পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বুদ্ধদেব ভট্টাচার্য ২০১১ খ্রিষ্টাব্দের রাজ্য নির্বাচনে সিপিএমকে নেতৃত্ব দিয়েছিলেন, তবে এতে তাদের পরাজয় ঘটে। এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ঐতিহাসিক জয় পায় এবং রাজ্যে ৩৪ বছরের কমিউনিস্ট শাসনের অবসান ঘটায়।