পবিত্র রমজান মাসে পহেলা বৈশাখ উদযাপনে সব মাদরাসায় শিক্ষার্থীদের র্যালি আয়োজনে দেয়া নির্দেশনা প্রত্যাহার করতে সরকারের কাছে দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ। পহেলা বৈশাখে র্যালি আয়োজনকে ইসলাম বিরোধী কর্মকাণ্ড উল্লেখ করে সংগঠনটির নেতারা বলছেন, এ নির্দেশ প্রত্যাহার না করলে জনবিস্ফোরণ ঘটতে পারে। তাই এ নির্দেশনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে দুইশ বছরের বেশি সময়ের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসার ছাত্রদের পহেলা বৈশাখের দিনে মঙ্গল শোভাযাত্রা বা র্যালি আয়োজনের নির্দেশ চরম দৃষ্টতার শামিল।
তিনি আরো বলেন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ইসলাম সমর্থন না করলেও সেই মঙ্গল শোভাযাত্রার র্যালি আয়োজনের নির্দেশনা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে বাধ্য করার নির্দেশ দুঃখজনক। বঙ্গবন্ধুর নামে এ নির্দেশনা কিসের ইঙ্গিত বহন করে?
তিনি বলেন, শাহজালাল ইয়ামেনী (রহ.) এর বাংলায় জনগণ এগুলো কখনো মেনে নেবে না। সরকার এ নির্দেশ প্রত্যাহার না করলে জনবিস্ফোরণ ঘটতে পারে।