সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নে ঐতিহ্যবাহী বিদ্যাপাঠ ধূল্যা ভূবন মোহন উচ্চ বিদ্যালয়ের ১০৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল ধূল্যা ভূবন মোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. রাজ্জাক হোসেন রাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ছানিহুর আক্তার, উপজেলা সুপারিনটেনডেন্ট মো. আসাউদজ্জামান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ। মেধা বিকাশে তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। নিজের মেধাকে বিকশিত করতে হলে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনার অধিকতর মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা। অতিথিবৃন্দ শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করার আহ্বান জানান। তবেই ভালো ফলের পাশাপাশি জ্ঞান অর্জন সম্ভব বলে মনে করেন তারা। এ সময় বাল্যবিবাহ করবে না এবং মাদককে ‘না’ জানিয়ে শপথ করলেন পাঁচ শতাধিক শিক্ষার্থী।