পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি স্কুলের কাছে বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন পুলিশ সদস্য এবং একজন পথচারী রয়েছেন। আহত আরো ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে প্রদেশটির মাস্তুং জেলায় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে এই বিস্ফোরণ হয়। দেশটির পুলিশ এই কথা জানিয়েছে।
বিস্ফোরণের পর ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজন মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের এই ঘটনায় আহত ৩৩ জন মাস্তুংয়ের ডিএইচকিউ এবং নবাব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁদের মধ্যে বেশির ভাগই স্কুলশিক্ষার্থী। নিহত স্কুলশিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে। আহতদের মধ্যে চারজন পুলিশ সদস্যও রয়েছেন।
সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) মিয়াঁদাদ উমরানি বলেন, ‘একটি মোটরসাইকেলে রিমোট কন্ট্রোলড বিস্ফোরক যন্ত্র বসানো ছিল।’
ওই দুই হাসপাতালেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন মাস্তুংয়ের জেলা প্রশাসক মির বাজ খান মারি। পুলিশ জানায়, হামলায় পুলিশের একটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণস্থলের কাছে থাকা রিকশাসহ আরো বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে বিস্ফোরণে হতাহতের এই ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা এখন নিরপরাধ শিশুদের টার্গেট করছে।
স্থানীয়দেরও সন্ত্রাসীদের ওপর নজর রাখতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলাকে বর্বরতার কাজ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘শিশুদের টার্গেট করা একটি জঘন্য অপরাধ, যা কারো সহ্য করা উচিত নয়।’
সূত্র : ডন, জিও নিউজ