বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কাকনহাট উচ্চ বিদ্যালয়ে নিম্নলিখিত এমপিওভুক্ত পদ সমূহে শিক্ষক/কর্মচারী নিয়োগ করা হবে।
যা যা প্রয়োজন:
প্রতিষ্ঠানের নাম: কাকনহাট উচ্চ বিদ্যালয়
পদের বিবরণ
১। প্রধান শিক্ষক - ১জন
২। পরিচ্ছন্নতা কর্মী - ১ জন
৩। নিরাপত্তা কর্মী - ১জন
৪। আয়া -১ জন
৫। অফিস সহায়ক - ১জন
কর্মস্থল: রাজশাহী
শিক্ষাগত যোগ্যতা: ১নং পদের প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি/সমমান পাস হতে হবে। সমগ্র শিক্ষাজীবনে ১ টির বেশী ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না। ২-৫নং পদের প্রার্থীকে জেএসসি/জেডিসি/ সমমান পাস হতে হবে।
অভিজ্ঞতা ও চাকুরিতে প্রবেশের বয়সসীমা:
১ নং পদে মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক/নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতাসহ এমপিও ভুক্ত পদে সর্বমোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ২-৫নং পদে অভিজ্ঞতা ও চাকুরিতে প্রবেশের বয়সসীমা অনুর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)
বেতন: ১নং পদের বেতন ২৯,০০০/- ৬৩,৪১০/- (গ্রেড-৭)। ২-৫নং পদে বেতন ৮,২৫০/- ২০,০১০/- ( গ্রেড-২০)। ২০১৫ খ্রিষ্টাব্দের বেতন স্কেল ও গ্রেড অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া: ১নং পদে ১ হাজার টাকা ও ২-৫নং পদে ৫০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য), সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ নিম্নবর্ণিত ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ মার্চ বিকেল ৫টা পর্যন্ত।
মোবাইল: 01309126668