পাঠ্যবই প্রত্যাহার বাজে সিদ্ধান্ত : অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম - দৈনিকশিক্ষা

পাঠ্যবই প্রত্যাহার বাজে সিদ্ধান্ত : অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

দৈনিকশিক্ষা ডেস্ক |

পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে দিয়ে তা আবার প্রত্যাহার করা ‘অত্যন্ত বাজে’ সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি। 

শুক্রবার দৈনিক ভোরের কাগজ পত্রিকায় সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, কতগুলো জাতীয় স্বার্থে ঐকমত্য থাকা দরকার। এর মধ্যে পাঠ্যবই একটি। ভোট বাড়ানোর জন্য রাজনৈতিক দলের কতগুলো লোক দাবি করল আর তার পরিপ্রেক্ষিতে পাঠ্যবই প্রত্যাহার করে নিলেন? রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নেয়া উচিত হয়নি। শিক্ষার কারণে যে সিদ্ধান্ত নেয়া দরকার সেটাই নেয়া উচিত।

তিনি বলেন, এভাবে পাঠ্যবই প্রত্যাহার না করে সরকারকে শক্ত অবস্থান নেয়া উচিত ছিল। এ সময় তিনি বিএনপির প্রসঙ্গ টেনে এনে বলেন, বিএনপি নানা ইস্যুতে কথা বলছে, আন্দোলন করছে। সবই ঠিক আছে। এখানে বই প্রত্যাহার না করে সব রাজনৈতিক দলের সমন্বয়ে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা উচিত ছিল। সেই কমিটির সিদ্ধান্তের আলোকে বইগুলোতে সংশোধনী আনা যেত।

তিনি পাঠ্যপুস্তক বোর্ডে সমন্বয়ের অভাব আছে উল্লেখ করে বলেন, ওখানে কলেজ শিক্ষকদের পদায়ন করা হয়। তারাও আবার তাদের কাজ ঠিকঠাকমতো করেন না। এর ফলে সমন্বয়ের যে জিনিসটা দরকার সেটা হয় না।

তিনি বলেন, পাঠ্যবই রচনার দায়িত্ব যারা পান তারা লিখে দিয়ে চলে গেলেন, আবার যিনি ছবির দায়িত্ব পান তিনি ছবি সংযুক্ত করে চলে গেলেন এভাবে হয় নাকি। রচনা থেকে শুরু করে ছাপা হওয়ার আগ পর্যন্ত যারা জড়িত তাদের একসঙ্গে রেখে বইয়ের কাজ শেষ করতে হবে। নতুবা এমন পরিস্থিতি বারবার পড়তে হবে।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0029709339141846