ছাত্রশিবির সন্দেহে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ ও পাবিপ্রবি কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।
নির্যাতিত শিক্ষার্থীরা হলেন, লোক প্রশাসন বিভাগের মাস্টার্স শেষ বর্ষের গোলাম রহমান জয়, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের আসাদুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আজিজুল হক। ওই তিন শিক্ষার্থী বর্তমানে পাবনা সদর হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে গোলাম রহমানের অবস্থা গুরুতর।
বিষয়টি নিশ্চিত করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কামাল হোসেন বলেন, কয়েকজন শিবিরের নেতা কলেজ ক্যাম্পাসে বৈঠক করছিল। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করে রাখে। আমরা খবর পেয়ে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আড্ডা দিচ্ছিল। এ সময় ছাত্রলীগ কর্মী আপেল, শেহজাদ, তোফিকসহ ১০ থেকে ১২ জন ছাত্রলীগের নেতাকর্মী এসে ওই তিন শিক্ষার্থী শিবির কিনা জানতে চান। পরে ওদের জিজ্ঞাসাবাদ করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীরা শহীদ মিনার থেকে হলে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের হলের তিনটি রুমে নিয়ে স্ট্যাম্প, রড, হকিস্টিক, প্লাসসহ দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতন করা হয়। হাতুড়ি, জিআই পাইপ, তালা দিয়েও মারধর করেন। এ সময় ওই শিক্ষার্থীদের প্লাস দিয়ে হাত এবং পায়ের নখ তুলে নেন। পরে স্বীকারোক্তি আদায়ের জন্য ওই তিন শিক্ষার্থীদের হাতে এবং পায়ে সুই ফুটানো হয় বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবুর নেতৃত্বে এই কার্যক্রম চলে বলে অভিযোগ ওঠে। তবে এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি ফরিদুল অস্বীকার করেছে।