পার্কিংয়ের জায়গা নিয়ে বচসার জেরে আইনজীবীদের দুই গ্রুপের সংঘর্ষে দিল্লির তিস হাজারি আদালত প্রাঙ্গণে গুলি চালানোর অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছে পুলিশ।
গতকাল বুধবার দুপুরে দিল্লির তিস হাজারি কোর্টের পশ্চিম উইংয়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
দিল্লি উত্তরের ডেপুটি পুলিশ কমিশনার সাগর সিংহ কলসি সংবাদ মাধ্যমটিকে জানান, তিস হাজারি কোর্টে আইনজীবীদের দুই গ্রুপের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে শূন্যে গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। এতে আদালতের কর্মীরাও জড়িত ছিলেন। সবজি মাণ্ডি থানার অন্তর্ভুক্ত ওই এলাকা। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, আইনজীবীর পোশাক পরে একজন শূন্যে গুলি চালাচ্ছেন। অন্য একজন পাথর ছুঁড়ছেন। তিনিও আইনজীবীর পোশাকে ছিলেন।
স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে আনন্দবাজার জানায়, অভিযুক্ত ওই ব্যক্তি আদালতের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মণীশ শর্মা। চেম্বার এবং পার্কিংয়ের জায়গা নিয়ে সচিব অতুল শর্মার সঙ্গে ঝগড়া হয় মণীশের। তার কারণে গুলি চালানোর অভিযোগ।
এ ঘটনার তীব্র নিন্দা জানান দিল্লি বার কাউন্সিলের চেয়ারম্যান কে কে মেনন। তিনি বলেন, এই ঘটনার তদন্ত হবে। যে অস্ত্র থেকে গুলি ছোঁড়া হয়েছে, তার লাইসেন্স রয়েছে কি না, খতিয়ে দেখা হবে। অস্ত্রের লাইসেন্স থাকলেও কোনো আইনজীবী আদালতে বা তার আশপাশে তা ব্যবহার করতে পারেন না।