বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের অপসারণ ও এর পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী। (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাজু ভাস্কর্যের পাদদেশে তারা মানববন্ধন করেন। তখন তারা ‘দফা এক দাবি এক, সোহরাবের পদত্যাগ’সহ নানা শ্লোগান দেন।
এ সময় জাতীয় নাগরিক ঐক্য কমিটির সদস্যসচিব আকতার হোসেনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।
আকতার হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিদায় হওয়ার পরও এদেশের সকল ফ্যাসিস্টের দোসররা রয়ে গেছেন। এখনো বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, ফ্যাসিবাদীদের নানা উপাদান, নানা দোসর এখনো থেকে গেছে। বিগত সময় থেকে আমরা দেখি আসছে, পিএসসি’র মতো জায়গায় অনিয়ম, অন্যায় চলে আসছে। এছাড়াও, পিএসসিতে পরীক্ষা দেয়ার জন্য একজন শিক্ষার্থীকে ৫০০, ৭০০ এমনকি ১০০০ টাকাও ফি দিতে হয়। যেটা একজন বেকারের দেয়া সম্ভব হয় না।
তিনি আরো বলেন, আমরা সবাই সরকারকে ভ্যাট দিই। তাই, আমাদের তরুণদের চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারকে আমাদের দায়িত্ব নিতে হবে। সকল অযাচিত ফি নেয়ার মাধ্যমে বেকারদেরকে আর চাকরির বাজার থেকে বঞ্চিত করা যাবে না।