পিজিডি কোর্স চালু জাতীয় বিশ্ববিদ্যালয়ে, দাবি ভিসির - দৈনিকশিক্ষা

পিজিডি কোর্স চালু জাতীয় বিশ্ববিদ্যালয়ে, দাবি ভিসির

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

জ্ঞানভিত্তিক ও দক্ষতানির্ভর প্রজন্ম গড়ার লক্ষ্য নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রগ্রাম চালু করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান। তিনি বলেন, এর মূল উদ্দেশ্য শুধু পেশাগত উৎকর্ষতা অর্জন নয়, শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন নিশ্চিত করা।

 শুক্রবার রাজধানীর শুক্রাবাদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিজিডি কোর্সের ক্যাম্পাস প্রাঙ্গণে 'স্কিল বেইজড পিজিডি প্রগ্রাম-2023-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কোর্সটির প্রথম ব্যাচে ৭টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি হয়েছে।

  

ড. মশিউর রহমান বলেন, কোর্সটি বর্তমানে স্বল্প পরিসরে শুরু হয়েছে, দ্রুত এটি বিস্তৃত আকারে চালু হবে। আমরা কোর্সগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করতে চাই। প্রথম ব্যাচের প্রশিক্ষণ নিয়ে তিনি বলেন, কোথাও কোনো ঘাটতি দেখলে আমাদের জানাবেন। এই কোর্সটি এমনভাবে করতে চাই, যেন স্বল্প সময়ে মানুষের মধ্যে আস্থা তৈরি হয়। তারা যেন এই কোর্সের ওপর নির্ভর করতে পারে। একই সঙ্গে দেশব্যাপী আমাদের যে বিশাল শিক্ষার্থী রয়েছে, তারা যেন এর সঙ্গে সম্পৃক্ত হন। আমরা একটি পরিবার হিসেবে গড়ে উঠতে চাই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী স্বাধীনতার স্বপ্নে নিজস্ব গড়িমায়, নিজস্ব শক্তিতে, নিজস্ব আদলে, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠুক। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনে যারা আছেন তাদের শতভাগ কমিটমেন্ট, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ করার আহ্বান জানাই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান শাহীন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান ও তথ্য-প্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম প্রমুখ।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0028510093688965