দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লার ওপর অনাস্থা এনে তাকে বিশ্ববিদ্যালয়ে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে সিরাজুল ইসলাম মোল্লাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বিক্ষোভকারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে ক্যাম্পাসে সশরীরে উপস্থিত থেকে বৈঠক করার আহ্বান জানানোর পরও তিনি ক্যাম্পাসে উপস্থিত হননি। সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর চেয়ারম্যানকে ক্যাম্পাসে এসে দাবি পূরণের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে ৭২ ঘণ্টা সময় দেয়া হয়েছিলো-তিনি তাও উপেক্ষা করেছেন।
এ কারণে গত ১৭ সেপ্টেম্বর মিডিয়ার মাধ্যমে জানানো হয়েছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় রক্ষার স্বার্থে—বিশেষ করে ঢাকায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং ট্রাস্টি বোর্ডের সাবেক মেম্বার সেক্রেটারি শামীমা নাসরিন শাহেদের অব্যাহতির বিষয়টি বোর্ডে এজিএম-এর মাধ্যমে নিশ্চিতকরণ বিষয়ে উত্থাপিত দাবি পূরণের লক্ষ্যে যেকোনো পদক্ষেপ নিলে তার দায় সম্পূর্ণরূপে ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লার ওপর বর্তাবে।
শিক্ষার্থীরা আরো বলেন, আজ থেকে তার স্বাক্ষরে পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আর কোনো কার্যক্রম চলবে না এবং তাকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না।