পুলিশি বাঁধা উপেক্ষা করে গুলিস্তান জিরো পয়েন্ট মোড় অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
এদিন বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা চত্ত্বর থেকে বিকেল সোয়া তিনটায় সমাবেশে যোগ দেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজার ও তাঁতীবাজার মোড় দিয়ে সামনে এগোতে থাকেন।
পরবর্তীতে বংশাল মোড়ে শিক্ষার্থীদেরকে পুলিশ বাধা দিলেও শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে গুলিস্তান অভিমুখে রওনা দেন। এরপর শিক্ষার্থীরা সিদ্দিক বাজার মোড়, গুলিস্তান মাজার মোড়েও পুলিশি বাধা পান। শেষে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ বলেন,আমরা কোটা বৈষম্যহীন চাকরি নিয়োগ চাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আমরা এখন জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছি। সন্ধ্যা পর্যন্ত এখানে অবয়াথান করবো।
তবে বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের নেতৃত্বস্থানীয়রা বলছেন, তাদের পরিকল্পনা ছিলো সিদ্ধিকবাজার মোড় ঘুরে তাঁতীবাজার মোড়ে অবস্থান করবেন। কিন্ত শিক্ষার্থীরা জিরো পয়েন্টে এসে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গিয়েছিলো।
কোতয়ালি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বদরুল হাসান বলেন, আমরা আলুবাজার, ফুলবাড়িয়া, বংশাল সব জায়গায় শিক্ষার্থীদের বাধা দিয়েছি। কিন্ত তারা সব বাধা উপেক্ষা করে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে।
এদিকে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নেয়ায় জিরো পয়েন্ট সংলগ্ন সব সড়কেই তীব্র যানজট দেখা দিয়েছে।