পুলিশ পরিচয়ে অমর একুশে বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীর কাছে চাঁদাবাজি করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের দুই নেতাকে হাতেনাতে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী রাজীব হোসেন রবিন ও মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সহসভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম ইমন। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, পুলিশ পরিচয়ে চার ব্যক্তির কাছে মাদক আছে বলা তল্লাশি করেন তারা। এক পর্যায়ে মাদক না পেয়ে চাঁদা দাবি করে মানিব্যাগ ছিনিয়ে নিয়ে ৯০০ টাকা নিয়ে নেন। পালানোর সময় পুলিশের নজরে এলে তাদের আটক করা হয়। এ ঘটনায় পরে ভুক্তভোগীরা শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা তাদের কাছ থেকে একটি বাইক জব্দ করেছি। ভুক্তভোগীরা শাহবাগ থানায় অভিযোগ দাখিল করায় আমরা তাদের পুলিশ হেফাজতে রেখেছি। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।