পুলিশ ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য উত্থাপিত হলেই চাকরি হারাবেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ পাওয়া নতুন শিক্ষকরা। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত ২৭ হাজার ৭৪ জন প্রার্থীকে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। তবে পুলিশ ভেরিফিকেশনে কোনো বিরূপ আসলেই নতুন শিক্ষকদের সুপারিশ বাতিল ও প্রার্থীকে চাকরি থেকে অব্যহতি দিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এনটিআরসিএকে এমনটাই নির্দেশনা দিয়েছে।
গত বুধবার গভীর রাতে ২৭ হাজার ৭৪ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছিলো এনটিআরসিএ। ওইদিন দুপুরে জারি করা এক আদেশে এনটিআরসিএকে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের অনুমতি দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
দৈনিক শিক্ষাডটকমের হাতে আসা উপসচিব মোহাম্মদ সুহেল মাহমুদ স্বাক্ষরিত ওই আদেশে প্রার্থীদের সুপারিশের বিষয়ে এনটিআরসিএকে কিছু শর্ত দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। শর্ত হিসেবে বলা হয়েছে, নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষকের বিষয় সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে তার সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং তাকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে এনটিআরসিএ তা মন্ত্রণালয়কে জানাবে। বিরূপ মন্তব্য পাওয়া শিক্ষককে অব্যাহতি দেয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানাবে।
ওই আদেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদেশ প্রতিপালনে ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংক দূর করতে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ বা নিরাপত্তা ভেরিফিকেশন চলমান রেখেই অস্থায়ীভিত্তিতে নিয়োগ সুপারিশ করার অনুমতি দেয়া হয়।
বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএর সুপারিশ পেয়ে যোগদান করবেন ২৭ হাজার ৭৪ জন নতুন শিক্ষক। আগামী ১৯ অক্টোবরের মধ্যে তাদের যোগদান করতে বলা হয়েছে। কলেজ ও স্কুলে ১৩ হাজার ৭০৫, মাদরাসায় ১১ হাজার ২৭৯, কারিগরিতে ৫১৬, সংযুক্ত স্কুলে ১ হাজার ৫৮৩, সংযুক্ত মাদরাসায় ৬২১ জন প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।