ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি জয়ের পর অভিনন্দনে ভাসছেন লিওনেল মেসি আর তার সতীর্থেরা। পরিবারের সদস্যদের অভিনন্দন তো মাঠেই পেয়েছেন। ম্যাচ শেষ হওয়ার পরপরই মেসিদের অভিনন্দনে ভাসিয়েছেন দর্শক–সমর্থকেরা। একই সঙ্গে মেসিকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন তার ক্লাবের সতীর্থেরাসহ সাবেক তারকাদের অনেকে।
এরই মধ্যে নেইমার অভিনন্দন জানিয়েছেন মেসিকে। অভিনন্দন পেয়েছেন তিনি ব্রাজিলের সাবেক তারকা রিভালদোর কাছ থেকে। তবে সবচেয়ে বড় অভিনন্দন হয়তো কিংবদন্তি পেলের কাছ থেকেই পেয়েছেন। মেসিকে অভিনন্দন জানিয়ে তিনি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘নিশ্চিত করেই ডিয়েগো এখন হাসছেন।’
বিশ্বকাপ চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে পেলেকে। এমনকি সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ‘প্যালিয়েটিভ কেয়ার’–এ রাখা হয়েছিল তাঁকে। আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে ৪–২ গোলে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর পেলে লিখেছেন, ‘আজ ফুটবল তার নিজের গল্প বলছে। আর এটা সব সময়ের মতোই চিত্তাকর্ষকভাবে।’
এখানেই থামেননি পেলে। এরপর তিনি যোগ করেছেন, ‘মেসি তার প্রথম বিশ্বকাপ জিতেছে। এটা তার প্রাপ্যই ছিল। অভিনন্দন আর্জেন্টিনা! নিশ্চিত করেই ডিয়েগো এখন হাসছেন।’
পেলে কিলিয়ান এমবাপ্পের কথাও লিখেছেন। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন এমবাপ্পে। এর আগে ২০১৮ খ্রিষ্টাব্দে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে ফাইনালে করেছিলেন এক গোল।
এমবাপ্পের প্রশংসা করতে গিয়ে এর সবই টেনে এনেছেন পেলে, ‘আমার প্রিয় বন্ধু, এমবাপ্পে, ফাইনালে চার গোল করেছে। আমাদের খেলাটির দর্শনীয় এই ভবিষ্যৎকে দেখাটা ছিল অসাধারণ এক ব্যাপার।’
পেলে এরপর অভিনন্দন জানিয়েছেন এবারের বিশ্বকাপে অসাধারণ খেলা মরক্কোকেও।