সরকারি কর্মচারীদের বেতনের ৫ শতাংশ বিশেষ সুবিধার পাশাপাশি জাতীয় বেতন স্কেলে ঘোষিত ইনক্রিমেন্টও বহাল থাকবে। বিশেষ সুবিধা ও বার্ষিক ইনক্রিমেন্ট পাশাপাশি পাবেন কর্মচারীরা।
মঙ্গলবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন সরকারি কর্মচারীদের বেতনের ৫ শতাংশ বিশেষ সুবিধা দেয়ার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ১ জুলাই থেকে চাকরিরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। তবে এ সুবিধা ১ হাজার টাকার কম হবে না। সরকারি কর্মচারীরা প্রতিবছরই এ বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মতোই সরকারি অনুদানে পরিচালিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারের দেয়া বিশেষ সুবিধা পাবেন।
বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারির পর পে স্কেলে দেয়া ইনক্রিমেন্ট বহাল থাকবে কি-না এমন প্রশ্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে। তারা নানা মাধ্যমে দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তার সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে জানতে চাচ্ছেন।
তাদের প্রশ্নের বিষয়ে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, জাতীয় পে স্কেলে ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট বিশেষ সুবিধার পাশাপাশি বহাল থাকবে। যে কর্মকর্তা কর্মচারী তার বেতন গ্রেড অনুসারে জাতীয় বেতন স্কেলে ঘোষিত যে পরিমানে ইনক্রিমেন্ট পেতেন সেটাও বহাল থাকবে।
তিনি বলেন, সাধারণভাবে একটি ধারণা প্রচলিত আছে জাতীয় বেতন স্কেলে সব সরকারি কর্মচারীর ৫ শতাংশ ইনক্রিমেন্ট পান। কিন্তু এটি ঠিক নয়। ওপরের দিকে (টাকার পরিমাণে বেশি) গ্রেডে বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশের থেকে কম। ৬ গ্রেড থেকে কর্মকর্তারা ৫ শতাংশ ইনক্রিমেন্ট পেয়ে থাকেন।
শিক্ষার সব খবর সবারআগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।