অপব্যবহার রুখতে সীমারেখা টানল জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার। প্ল্যাটফর্মটিতে এ বার থেকে আর অসংখ্য টুইট পড়তে পারবেন না ব্যবহারকারীরা। বরং নির্দিষ্ট সংখ্যায় তা বেঁধে ফেলা হবে।
গতকাল শনিবার (১ জুলাই) পৃথক টুইটে এ কথা জানিয়েছেন টুইটার প্রধান ইলন মাস্ক। এই মার্কিন ধনকুবের জানান, টুইটারের তথ্য যাতে অপব্যবহার করা না হয়, সে জন্যই এমন পদক্ষেপ নিচ্ছে তার সংস্থা।
জানা গেছে, নতুন সিদ্ধান্তের ফলে যাদের ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে তারা দিনে ৬ হাজার পোস্ট পড়তে পারবেন। আর ভেরিফায়েড না হলে দিনে ৬০০টি পোস্ট পড়া যাবে। অবশ্য নতুন যারা টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন, তাদের জন্য এই সংখ্যাটা আরো কম, মাত্র ৩০০।
ইলন মাস্ক জানান, শিগগির এই সংখ্যাটা যথাক্রমে আট হাজার, ৮০০ এবং ৪০০ করা হবে। এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, শতাধিক সংস্থা টুইটারের তথ্য চুরি করছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাইক্রো ব্লগিং সাইটটির গ্রাহক পরিষেবা।
এর আগে টুইটার জানিয়েছিলো, অ্যাকাউন্ট না থাকলে এ বার থেকে আর টুইট পড়তে পারবেন না কেউ। গত শুক্রবার মাস্ক অবশ্য একে ‘সাময়িক জরুরি পদক্ষেপ’ বলে অভিহিত করেন।