দেশের তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার শর্ট লিস্ট প্রকাশ করা হয়েছে। শনিবার (৩ জুন) সন্ধ্যায় এ শর্ট লিস্ট প্রকাশ করা হয়।
চুয়েট, কুয়েট ও রুয়েটের কেন্দ্রী ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জাম এবং সদস্য সচিব অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শর্ট লিস্টের তথ্যমতে, ভর্তি পরীক্ষায় ২৭ হাজার ৭৭০ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করতে পারবেন। চুয়েট, কুয়েট এবং রুয়েট এ তিনটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট কক্ষ নম্বর সংক্রান্ত বিস্তারিত ওয়েব সাইটের মাধ্যমে জানানো হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।