অন্যদের দিয়ে লিখিত পরীক্ষা দিয়েছিলেন তারা। মৌখিক পরীক্ষা দিতে এসে পরীক্ষকদের সন্দেহের চোখে পড়েন। যাচাইয়ের পর জানা যায়, অন্যের প্রক্সিতে লিখিত পাস করেন তারা। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে সার্ভেয়ার নিয়োগের মৌখিক পরীক্ষায় এমন ঘটনা ঘটেছে। ভূমি মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার পদে মৌখিক পরীক্ষা দিতে এসে ‘প্রক্সি’ জালিয়াতিতে ধরা পড়েছেন চার চাকরিপ্রার্থী।
তারা হলেন পাবনার সাঁথিয়ার রাকিবুল ইসলাম, মানিকগঞ্জের দৌলতপুরের জহিরুল ইসলাম, ভোলা সদরের হিরন শিকদার ও পটুয়াখালীর বাউফলের ওমর ফারুক শুভ। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ভাইভা বোর্ডের সদস্যরা সব প্রার্থীর লিখিত পরীক্ষার খাতার হাতের লেখা ও প্রাপ্ত নম্বরের সঙ্গে মৌখিক পরীক্ষায় হাতের লেখা ও দক্ষতা মিলিয়ে দেখছিলেন। এ সময় বিষয়ের ওপর তাদের জ্ঞানের দক্ষতা এবং হাতের লেখার সঙ্গে প্রাপ্ত নম্বর এবং খাতার হাতের লেখার গরমিল থাকায় ভাইভা বোর্ডের সন্দেহ হয়। এরপর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে তাদের পক্ষে অন্য ব্যক্তিরা লিখিত পরীক্ষা দিয়েছিলেন। তারা আলাদাভাবে পর্যায়ক্রমে নিজ নিজ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সময় জালিয়াতিতে ধরা পড়েন। অভিযুক্তদের পুলিশে সোপর্দ করা হয়। এই চারজনের হয়ে যারা লিখিত পরীক্ষা দিয়েছিলেন তাদের ধরতে মামলা করা হয়েছে।