কুড়িগ্রামের রাজারহাটে এসএসসির পরীক্ষায় প্রথম দিনে প্রক্সি দিতে আসা এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সুমন নামের ওই বদলি পরীক্ষার্থী উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের কলিম উদ্দিনের ছেলে। নিয়মিত মামলা রুজু করে তাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন রোববার সকালে সিঙ্গেরডাবরীহাট স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র তাকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ওই কেন্দ্রে হরিশ্বর তালুক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মো. ইসরাফিল হোসেনের পরিবর্তে সুমন রহমান নামে ওই বদলি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সন্দেহ হলে কর্তৃপক্ষকে জানান কক্ষ পরিদর্শক। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ওই পরীক্ষা কেন্দ্র হতে বদলি পরীক্ষার্থী সুমন রহমানকে গ্রেফতার করে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লহিল জামান বিষয়টি নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বদলির পরীক্ষার্থীর বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।