এসএসসি ও সমমানের প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নরসিংদীতে অনুপস্থিত ছিলেন ৪৪৩ জন। অসদুপায় অবলম্বন করায় এদিন একজন এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী শিবপুরের শাষপুর কেন্দ্র থেকে বহিষ্কার হয়েছে। রোববার সারাদেশের মতো নরসিংদীর কেন্দ্রগুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
এবছর জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৯ হাজার ৩৭০ জন। এর মধ্যে প্রথম দিনে পরীক্ষার্থী ছিলেন ২৬ হাজার ৯৯৫ জন। প্রথম দিনে এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় জেলার ৩০টি কেন্দ্রের ২৩ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৮৫ জন। ভোকেশনাল পরীক্ষার মোট ৯টি কেন্দ্রের ১ হাজার ২৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে বহিস্কার হয়েছে ১ জন এবং অনুপস্থিত ছিলেন ৪৬ জন এবং দাখিল পরীক্ষায় ৯টি কেন্দ্রের ২ হাজার ৫৬০ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ১১২ জন পরীক্ষার্থী।
এদিকে, পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের তত্ত্বাবধানে ৪ জন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৪টি ভিজেল্যান্স টিম গঠন করা হয়। ভিজেল্যান্স টিম জেলার পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছে।