রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
গতকাল বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
প্রতিবাদ লিপিতে বলা হয়, বিএনপির এক জনসমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে যেভাবে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন তা উদ্দেশ প্রণোদিত, ন্যক্কারজনক এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তাকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।
প্রসঙ্গত, গত ১৯ মে ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। আজ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।