সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের একদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে শুরু করেছেন কোটাবিরোধীরা।
সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার পর থেকে একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা মেডিক্যাল কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়।
এ সময় শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি নয় আমি নয়, রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে রাজাকারের মতো ট্যাগিং দেয়া হয়েছে। শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার হিসেবে ট্যাগিং করেনি। বরং প্রধানমন্ত্রীই তাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে। এই স্লোগানের দায়ভার প্রধানমন্ত্রীকেই নিতে হবে৷ শিক্ষার্থীরা তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে।