দেশের সাম্প্রতিক বন্যা দুর্গত এলাকার জনগণকে সহায়তার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা এক দিনের মূল বেতন হিসেবে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রায় ৪৬ লাখ টাকা দিয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাবির পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামাণিক এই টাকার চেক প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীকের কাছে হস্তান্তর করেন।
এ সময় রাবির ভারপ্রাপ্ত হিসাব পরিচালক প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।