প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সব দলবাজ বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থী ও আইনজীবীরা। শনিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের সকল বিচারপতির উপস্থিতিতে দেশের বিরাজমান পরিস্থিতি আলোচনার জন্য ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি।
এর প্রতিবাদে শিক্ষার্থী আইনজীবীরা শনিবার সকাল থেকেই হাইকোর্ট উপস্থিত হয়ে প্রতিবাদ জানাতে থাকে ও হাইকোর্ট ঘেরাও করে। তাদেরকে প্রধান বিচারপতিসহ আওয়ামীপন্থি সকল বিচারপতির পদত্যাগ চেয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে।
দুপুর একটার মধ্যে পদত্যাগ না করলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
এদিকে এক ফেসবুক বার্তায় সরকারের সঙ্গে আলোচনা ছাড়া সর্বোচ্চ আদালতে ফুল কোর্ট বসানোর প্রতিবাদে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ চেয়েছেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে এই তথ্য জানান আসিফ হমুদ।
তিনি লিখেন, ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে।
পরাজিত শক্তির যেকোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আইনজীবীরা ইতোমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন।
আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উষ্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন