হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে বুধবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আব্দুল ওয়াদুদ নামে একজন প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন।
অভিযোগকারী আব্দুল ওয়াদুদ বলেন, নিয়োগ পরীক্ষায় চাকরি নিশ্চিত করতে ওই স্কুলের প্রধান শিক্ষক ফরাস উদ্দিন আমার কাছে ২ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। পরে আমাকে না জানিয়ে গোপনে বুধবার নিয়োগ পরীক্ষার দিন ধার্য করেন। এ কারণে পরীক্ষা স্থগিত চেয়ে আবেদন করেছি।
এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান, ওই বিদ্যালয়ে অফিস সহায়ক পদে বুধবার নিয়োগ পরীক্ষার দিন ধার্য ছিল। আব্দুল ওয়াদুদ নামে একজন প্রার্থী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। এই পরিপ্রেক্ষিতে পরীক্ষার স্বচ্ছতা ফিরিয়ে আনতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
অভিযুক্ত প্রধান শিক্ষক ফরাস উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে হয়রানি ও সুনাম ক্ষুণ্ন করতে এই অভিযোগ করা হয়েছে।