বরগুনা আমতলীতে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে থেকে ফি নিয়ে পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিনুর ও মধ্য সোনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. বিলকিছ বানুর বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, পঞ্চম শ্রেণি শিক্ষার্থীর কাছে থেকে ১০০ টাকা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর কাছ থেকে ৮০ টাকা, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর কাছ থেকে ৬০ টাকা পর্যন্ত ফি আদায় করেছেন।
শিক্ষার্থীদের কাছে থেকে একটি টাকাও নেয়া যাবে না। স্লিপের টাকায় শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ব্যবস্থা করা হবে। অথচ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে থেকে শ্রেণি অনুযায়ী ফি আদায় করা হয়েছে।
স্কুলের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক বলেন, আমাদের কাছে থেকে পরিক্ষার জন্য ফি নিয়েছেন স্কুলের স্যারেরা। পরীক্ষার জন্য স্কুল থেকে যে খাতা দেয় তা দিয়ে আমাদের হয় না। অতিরিক্ত আরও খাতা লাগে, তাই ফি নিয়েছেন।
এ বিষয়ে উত্তর সোনাখালী সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিনুর ও মধ্য সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. বিলকিছ বানু বিষয়টি অস্বীকার করে বলেন, কোনো শিক্ষার্থীদের কাছ থেকে কোন টাকা পয়সা নেয়া হয় নাই। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
উপজেলা শিক্ষা অফিসার মো. শফিউল আলম বলেন, একটি টাকাও পরিক্ষার নামে আদায় করা যাবে না। যদি পরীক্ষার নামে টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায়, তাহলে ওই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কারণ শিক্ষার্থীদের প্রশ্ন ও উত্তরপত্র স্লিপের টাকায় হবে।