দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ‘গণ ইফতারের’ ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ মার্চ) পহেলা রমজানে ক্যাম্পাসের গোলচত্বরে ‘গণ ইফতার’ কর্মসূচির ঘোষণা করেন তারা।
এর আগে সোমবার (১১ মার্চ) পবিত্র রমজান মাসে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন। বিজ্ঞপ্তিটি জারি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) সেটি ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই নির্দেশনার প্রতিবাদে মঙ্গলবার (পহেলা রমজান) ক্যাম্পাসের গোলচত্বরে ‘গণ ইফতার’ কর্মসূচির ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সবাইকে আসন্ন পবিত্র রমজান মাসে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।’
সোমবার সকালে বিজ্ঞপ্তি জারির বিষয়টি জানাজানি হলে দুপুরের পর থেকে এ নির্দেশনার সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ জানান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।