ধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নতুন প্রশিক্ষণ পরিচালক নিযুক্ত হয়েছেন অধ্যাপক মো. সাইদুর রহমান। তিনি রাজধানীর শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি তিনটি কলেজের অধ্যক্ষ ছিলেন। তার স্ত্রী গত ১৭ বছর ঢাকা কলেজেই আছেন।
মাউশি অধিদপ্তরের পরিচালক ড. প্রবীর কুমার ভট্টাচার্যকে ওএসডি করা হয়েছে। বৃহস্পতিবার ( ৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
নতুন পরিচালকের পদায়নের খবর দেখে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা শিক্ষা বিষয়ক দেশের একমাত্র ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম ও প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তায় এসব ছবি সংগ্রহ করে পাঠিয়েছেন। তারা এ্মন পদায়নের পেছনে অর্থযোগের অভিযোগ তুলে ডিসি নিয়োগে ঘুষের অভিযোগের মতোই তদন্ত দাবি করেছেন।
অধ্যক্ষ সাইদুর নিজেকে দীপু মনির একান্ত লোক পরিচয় দিতেন এবং শ্যামপুর মডেল কলেজে পদায়নের পর প্রথম দিনেই শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে ঘোষণা করেছেন মন্ত্রী নিজে তাকে এখানে পাঠিয়েছেন। তার আগে বিভিন্ন কলেজে তার বিরুদ্ধে গুরুতর অনেক অভিযোগ ছিলো বলে জানা যায়। তবে, সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ সাইদুর রহমান।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।