প্রশিক্ষণ পাচ্ছেন নওগাঁর ৭ হাজার ৭৩৩ শিক্ষক - দৈনিকশিক্ষা

প্রশিক্ষণ পাচ্ছেন নওগাঁর ৭ হাজার ৭৩৩ শিক্ষক

দৈনিক শিক্ষাডটকম, নওগাঁ |

দৈনিক শিক্ষাডটকম, নওগাঁ : নতুন অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পাচ্ছেন নওগাঁর ১১টি উপজেলার ৭ হাজার ৭৩৩ জন শিক্ষক। প্রথমে জেলার সাতটি উপজেলার ৪ হাজার ৭৩৩ জন শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন। আর দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ পাবেন বাকি ৪টি উপজেলার ২ হাজার ৯৮৬ জন শিক্ষক। প্রতিকক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন বিষয়ভিত্তিক তিনজন করে প্রশিক্ষক। নির্বাচনের প্রশিক্ষণ থাকায় নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ দুই অংশে ভাগ করে করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার আত্রাই উপজেলার আহসান উল্লাহ মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে প্রশিক্ষণ নেবেন মোট ৪৫৫ জন শিক্ষক। এ উপজেলার ১১টি কক্ষে মোট প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন বিষয়ভিত্তিক ৩৩ জন প্রশিক্ষক। এছাড়াও রাণীনগর উপজেলার রাণীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে ১১টি কক্ষে ৩৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন ৩৯৩ জন শিক্ষক। মহাদেবপুরের জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ ভ্যেনুতে ১৮টি কক্ষে ৫৪ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৭৯২ জন শিক্ষক। মান্দায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এবং মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ ভ্যেনুতে ২১টি কক্ষে ৬৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ১ হাজার ৯২ জন শিক্ষক। পত্নীতলার নজিপুর বালিকা বিদ্যালয় ভ্যেনুতে ২১টি কক্ষে ৬৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৮২৬ জন শিক্ষক। ধামইরহাটের চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে ১১টি কক্ষে ৩৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৫৭৭ জন শিক্ষক। বদলগাছীর বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে ১১টি কক্ষে ৩৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৬১২ জন শিক্ষক। 

দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ নেবেন নওগাঁ থানার নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা ভ্যেনুতে ২১টি কক্ষে ৩৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৯৯২ জন শিক্ষক। সাপাহারের সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে ১৯টি কক্ষে ৫৭ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৭৬৬ জন শিক্ষক। পোরশার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ ভ্যেনুতে ১১টি কক্ষে ৩৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৬১২ জন শিক্ষক। নিয়ামতপুরের নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে ১১টি কক্ষে ৩৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৬১২ জন শিক্ষক। 

জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রশিক্ষণের চিন্তা করে দুই অংশে প্রশিক্ষণ কার্যক্রমটি সাজানো হয়েছে। কারণ এ সময়ে শিক্ষকদের নির্বাচনের প্রশিক্ষণও রয়েছে। ধারাবাহিকভাবে সব উপজেলায় নির্বাচনের প্রশিক্ষণ হবে। তাই যেনো কোনো শিক্ষকের নতুন কারিকুলামের প্রশিক্ষণ ও নির্বাচনের প্রশিক্ষণ নিতে কোনো সমস্যা না হয় সেটা চিন্তা করে প্রশিক্ষণটি দুই অংশে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ - dainik shiksha সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা - dainik shiksha দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ - dainik shiksha সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত - dainik shiksha ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা - dainik shiksha আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে - dainik shiksha ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0029170513153076