আগামী বছরের অর্থাৎ ২০২৪ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সোমবার (৭ আগস্ট) থেকে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের আবেদন করতে পারবেন। মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রাইভেটে আলিম পরীক্ষার রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জানা গেছে, সারাদেশের ৮০টি মাদরাসা থেকে আগামী বছর প্রাইভেটে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। ২০১৯ খ্রিষ্টাব্দ বা তার আগে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৪ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষায় প্রাইভেটে পরীক্ষা দিতে পারবেন। এ জন্য প্রাইভেট পরীক্ষার্থীদের ৭ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত মাদরাসার অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।
এছাড়া ২১ সেপ্টেম্বরের মধ্যে প্রাইভেটে আলিম পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের কাগজপত্র বোর্ডের আয় শাখা ও রেজিস্ট্রেশন শাখায় জমা দিতে হবে। প্রাইভেটে আলিম পরীক্ষা দিতে ১২০ টাকা ফি দিতে হবে পরীক্ষার্থীদের।
মাদরাসা শিক্ষা বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে প্রাইভেটে আলিম পরীক্ষা দিতে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নিয়ম ও মাদরাসাগুলোর তালিকা তুলে ধরা হয়েছে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য প্রাইভেটে আলিম পরীক্ষা দেয়ার নিয়মাবলী তুলে ধরা হল।
প্রাইভেটে আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নিয়ম দেখতে ক্লিক করুন :
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।