প্রাইভেট এইচএসসি পরীক্ষা দেবেন যেভাবে - দৈনিকশিক্ষা

প্রাইভেট এইচএসসি পরীক্ষা দেবেন যেভাবে

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলী প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা বোর্ডের ১৭টি কলেজ ও আবুধাবির একটি কলেজ থেকে প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। ২০১৮ খ্রিষ্টাব্দ বা এর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর শুধু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ খ্রিষ্টাব্দ বা তার আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা প্রাইভেটে এ পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী জুলাই মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

বৃহস্পতিবার ঢাকা বোর্ডে থেকে জারি এক বিজ্ঞপ্তি প্রাইভেটে এইচএসসি পরীক্ষা দেয়ার নিয়মাবলী ও এসব তথ্য জানানো হয়েছে। 

ঢাকা বোর্ড জানিয়েছে, প্রাইভেট পরীক্ষার্থীরা ২০২৩ খ্রিষ্টাব্দের পাঠ্যসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন। বোর্ডের প্রণীত পরীক্ষা পরিচালনার নিয়মাবলী প্রাইভেট পরীক্ষার্থীদের বেলায়ও প্রযোজ্য হবে। প্রাইভেট পরীক্ষার্থীদর নির্বাচনী পরীখ্ষা দিতে হবে। তবে, শিক্ষক, পুলিশ বা প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করা ব্যক্তি বা শারীরিক বা দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা দিতে হবে না। 

প্রাইভেটে এইচএসসি পরীক্ষা দেয়ার সুযোগ থাকা কলেজগুলো হলো, ঢাকার সরকারি কবি নজরুল কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ, মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ, গাজীপুরের সরকারি ভাওয়াল বদরে আলম কলেজ, নরসিংদীর সরকারি নরসিংদী কলেজ, কিশোরগঞ্জের সরকারি গুরুলদায়ল কলেজ, টাঙ্গাইলের সরকারি কুমুদিনী কলেজ, ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজ, শরীয়তপুরের সরকারি শরীয়তপুর কলেজ, মাদারীপুরের সরকারি মাদারীপুর কলেজ, রাজবাড়ীর সরকারি রাজবাড়ী কলেজ, গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ এবং আউধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ। 

ঢাকা বোর্ড আরো জানিয়েছে, প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলাম শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে (আইসিটি ছাড়া) সেসব বিষয়ে প্রাইভেটে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না। প্রাইভেট পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবেন না।  

বোর্ডের কোনা কর্মচারী নিজ বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তবে ইচ্ছা করলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অন্য কোনো বোর্ড থেকে তারা পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন। 

জানা গেছে, প্রাইভেট পরীক্ষার্থীদের ৯ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় ফি ও অন্যান্য কাগজপত্র জমা দিয়ে কলেজের অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। ১০০ টাকা তালিকাভুক্তি ফি দিয়ে ৯ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে পূরণ করা ইএসআইএফ ও মাধ্যমিক পরীক্ষার মূল নম্বর পত্র শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে দিয়ে সত্যায়িত করে বোর্ডে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলী তুলে ধরা হয়েছে। দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য বিজ্ঞপ্তিটি তুলে ধরা হল। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0035638809204102