প্রাণনা*শের হুমকি : দুই মাস ধরে কর্মস্থলে যেতে পারছেন না শিক্ষক - দৈনিকশিক্ষা

প্রাণনা*শের হুমকি : দুই মাস ধরে কর্মস্থলে যেতে পারছেন না শিক্ষক

দৈনিক শিক্ষাডটকম,বগুড়া |

বগুড়ার শেরপুরে স্থানীয় স্বার্থান্বেষী ব্যক্তিদের হুমকির কারণে প্রায় দুই মাস ধরে কর্মস্থলে যেতে পারছেন না শিক্ষক দানিসুর রহমান। বিদ্যালয়ে অবস্থিত তার অফিস কক্ষটি তালা দিয়ে রাখা হয়েছে। নিজের নিরাপত্তাহীনতায় কর্মস্থলে যেতে পারছেন না তিনি।  ফলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া এলাকার কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি হাপুনিয়া মাহাবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পদত্যাগ ও অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। এরইমধ্যে ওইসব অভিযোগ তদন্তে গঠিত একাধিক কমিটি কাজও শুরু করেছে। এমন পরিস্থিতিতে ওই প্রধান শিক্ষককে নানা ভয়ভীতি দেখাচ্ছেন তারা। ফলে নিজের নিরাপত্তাহীনতায় কর্মস্থলে যেতে পারছেন না।   

প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালী আব্দুল হান্নানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে গেলে আমাকে প্রাণনাশ করা হবে বলে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। পরে বিষয়টি শেরপুর থানা পুলিশকে জানান বলে দাবি করেন তিনি।

এই প্রধান শিক্ষক আরও বলেন, ১৯৯৩ খ্রিষ্টাব্দের উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামে উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। বিগত ২০১৪ খ্রিষ্টাব্দের পর থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন শুরু হয়। ২০১৯-২০২০ অর্থবছরে প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে চার তলাবিশিষ্ট একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মিত হয়। এরপর কারিগরি শিক্ষা বোর্ডের উদ্যোগে চার তলা ফাউন্ডেশনসহ একতলাবিশিষ্ট আরও একটি ভবন নির্মাণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থী ও স্কুলের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।

নিজেকে নির্দোষ দাবি করে অভিযুক্ত আব্দুল হান্নান বলেন, প্রধান শিক্ষককে কোনো হুমকি-ধামকি দেয়া হয়নি। তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় অসুস্থতার ভান করে ছুটি নেন তিনি। তবে তার অফিস কক্ষ থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র যেন অন্যত্র সরিয়ে নিতে না পারেন সেজন্য এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকরা সম্মিলিতভাবে ওই শিক্ষকের কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন বলে স্বীকার করেন তিনি। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখার এখতিয়ার কারও নেই। প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি জানার পর ইউএনও স্যারকে জানিয়েছি। পাশাপাশি ওই শিক্ষককে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার - dainik shiksha সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছার আগে নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ - dainik shiksha পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছার আগে নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ ৭৫ হাজার শিক্ষার্থীর অভিভাবককে ইউএনওর খোলা চিঠি - dainik shiksha ৭৫ হাজার শিক্ষার্থীর অভিভাবককে ইউএনওর খোলা চিঠি শিক্ষকদের সতর্ক করে বদলি আবেদনের তারিখ ঘোষণা - dainik shiksha শিক্ষকদের সতর্ক করে বদলি আবেদনের তারিখ ঘোষণা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু ৯ ডিসেম্বর - dainik shiksha বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু ৯ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জুলাই আন্দোলনকে ভারতের স্বীকৃতি দেয়া উচিত - dainik shiksha জুলাই আন্দোলনকে ভারতের স্বীকৃতি দেয়া উচিত please click here to view dainikshiksha website Execution time: 0.0073709487915039