সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীরা পাবেন নতুন বই। এরই অংশ হিসেবে ১ জানুয়ারি ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলায় বই উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিস। তবে বই উৎসবের সময় এগিয়ে এলেও এখনো শতভাগ বই পায়নি কোনো শিক্ষা প্রতিষ্ঠান। জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো পেয়েছে ২৮ শতাংশ ও মাধ্যমিক বিদ্যালয়গুলো পেয়েছে ৫০ শতাংশ বই। বুধবার দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রাক-প্রাথমিকে শতভাগ বই পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আর প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাড়ে ২৮ শতাংশ বই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো হয়েছে। জেলায় ১ লাখ ৩২ হাজার ৯৫ জন প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী রয়েছে। প্রত্যেকের জন্য একটি করে বই ও খাতা পৌঁছানো হয়েছে স্কুলগুলোতে।
তিনি আরও বলেন, জেলায় মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪ হাজার ৭১৯টি। এতে মোট শিক্ষার্থী ৭ লাখ ৩৩ হাজার ৪৪০ জন। নতুন বইয়ের লক্ষ্যমাত্রা ৩৭ লাখ ৭২ হাজার। এরই মধ্যে ১০ লাখ ৭৩ হাজার ৫১০টি বই এসেছে। তবে আমরা ছাপাখানায় যোগাযোগ করে জানতে পেরেছি কয়েক দিনের মধ্যেই শতভাগ বই দেয়া হবে।
জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ইতোমধ্যে ৫০ শতাংশ বই আমরা পেয়েছি। আশা করছি, নির্ধারিত সময়ের আগেই বাকি বইগুলো পেয়ে যাবো। আমরা উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছি। জেলায় মাধ্যমিকে ৯৯৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে ৩৮৬টি মাদরাসা এবং ৬১২টি উচ্চবিদ্যালয়ের প্রায় আড়াই লাখ শিক্ষার্থীর মধ্যে ৭৮ লাখ বই বিতরণ করা হবে।