সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন ও সমাবেশ করেছেন চাকরি প্রত্যাশীরা। ‘অধিকার বঞ্চিত বেকার সমাজ’- এর ব্যানারে শনিবার নগরীর ব্রজমোহন (বিএম) কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১১টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত ব্রজমোহন কলেজের সামনের সড়কে এই মানববন্ধন ও সমাবেশ করেন কয়েকশত চাকরি প্রত্যাশী। এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন স্লোগান লেখা প্লেকার্ড। এই কর্মসূচি চলাকালে ব্যস্ততম ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে কোটা পদ্ধতি বাতিল করে মেধা তালিকা অনুযায়ী পুনরায় নিয়োগ দিতে হবে। অন্যথায় নিয়োগ প্রত্যাশীদের নিয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।’ সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন নিলয় মিত্র, মাহবুবুর রহমান, উজ্জ্বল হোসেন, গৌতম বেপারী প্রমুখ।
বক্তারা আরও বলেন, ‘করোনার কারণে দুই বছর সরকারি নিয়োগ বন্ধ ছিল। এতে লাখ লাখ শিক্ষিত বেকার চাকরির বয়সসীমার সন্ধিক্ষণে ছিলেন। এমন অবস্থায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র কোটার কারণে চাকরি না হওয়ায় এসব বেকারদের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।’ তারা বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে। প্রধানমন্ত্রীও জাতীয় সংসদে কোটা বিলোপের ঘোষণা দিয়েছিলেন। তারপরও কোটা বহাল রেখে শিক্ষা মন্ত্রণালয় লাখ লাখ চাকরি প্রত্যাশীকে বঞ্চিত করেছে। এটা অন্যায়, এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।’ এ সময় বক্তারা প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলসহ তাদের ৫ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হচ্ছে- প্রাথমিকের ফলাফল বাতিল করে এক ও অভিন্ন কাট মার্কে পুনরায় ফলাফল ঘোষণা করা; কোটা বাতিলের সরকারি পরিপত্র মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা; শিক্ষক নিয়োগে বিদ্যমান নিয়োগ মেধার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করে কোটামুক্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা; প্রতিবন্ধীদের কোটা সংরক্ষণ করে পোষ্য কোটাসহ সব ধরনের কোটা বাতিল করা এবং নিয়োগ পরীক্ষায় মেধা তালিকার পাশাপাশি প্রাপ্ত নম্বর প্রকাশ করা।