সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অন্য চাকরি বা যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়ার আবেদন এবং লিখিত পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি দেয়ার দায়িত্ব বিভাগীয় উপপরিচালকদের (ডিডি) ন্যস্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে প্রধান শিক্ষকরা চূড়ান্তভাবে নির্বাচিত হলে মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি দেবেন মহাপরিচালক।
আর সহকারী শিক্ষকদের অন্য চাকরি বা যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়ার আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ছাড়পত্র দেয়ার দায়িত্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের (ডিপিও)।
গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী শিক্ষা শিক্ষা কর্মকর্তার ১৫৯ পদে বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করার সুযোগ পেয়েছেন প্রাথমিকের শিক্ষকরা। আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করার সুযোগ আছে৷ এ পরিস্থিতিতে শিক্ষকদের অন্য চাকরির আবেদন ও পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি কারা দেবেন তা আদেশ জারি করে জানালো অধিদপ্তর। এর আগে অনুমতি ছাড়া অন্য চাকরির আবেদন করলে বিভাগীয় মামলা করা হবে বলে শিক্ষকদের সতর্ক করেছিলো অধিদপ্তর।
গতকাল সোমবার অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদন, লিখিত পরীক্ষার অনুমতি এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ছাড়পত্র দেয়ার দায়িত্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে ন্যস্ত থাকবে। প্রধান শিক্ষকদের চাকরি সংক্রান্ত যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদন এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির দায়িত্ব বিভাগীয় উপপরিচালকদের কাছে ন্যস্ত করা হলো এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ছাড়পত্র দেবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
আদেশটি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
শিক্ষার সব খবর সবারআগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।