প্রাথমিক শিক্ষক সমিতির অর্জিত সম্পদ তাদের কল্যাণে ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষক সম্পদ সংরক্ষণ কমিটি।
শনিবার (১২ জুলাই) ঢাকার খিলগাঁও হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষক সম্পদ সংরক্ষণ কমিটির এক সভায় এ আহ্বান জানানো গয়।
এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান। এ সময় নেতাদের ঐক্য প্রক্রিয়া জোরদার করতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সব অংশের নেতাদের সঙ্গে যোগাযোগ করার ওপর গুরুত্ব দেয়া হয়।
ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ছাড়া ব্যাংকের ৫০ লাখ টাকা সমিতির কোনো কাজে লাগবে না। দীর্ঘ ১ যুগের বেশি এ টাকা সমিতি বা শিক্ষকদের কল্যাণে কাজ আসছে না। অপরদিকে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জমিতে (মিরপুরে ১০ কাঠা জমি যা অবৈধ দখলদারদের অধীনে) শিক্ষকদের জন্য বিশেষায়িত হাসপাতাল স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
এ সময় নেতারা বলেন, প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের জন্য ২৫ কোটি টাকা অনুদান দেয়ার পরও ট্রাস্টের প্রায় ৪০ কোটি টাকা শিক্ষকদের তেমন কল্যাণে আসছে না। নেতারা ট্রাস্টের চাঁদা বার্ষিক ৫০ টাকা, বকেয়া চাঁদা পরিশোধের সুযোগসহ প্রাথমিক বিদ্যালয় কল্যাণ ট্রাস্ট আইন-২০২৩ সংশোধন করার ওপর জোর দেন।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন কাজী আকা ফজলুল হক, মনোয়ারা বেগম, মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উল্লাহ, মো. গোলাম মোস্তফা, কামরুল ইসলাম বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো. আমান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম, মো. সিদ্দিকুর রহমান, সুবল চন্দ্র পাল, মো. সামছুদ্দিন বাবুল, মো. কামাল উদ্দিন।