প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে দেশের স্কুলগুলোর ভৌত-অবকাঠামো আধুনিকায়নের পাশাপাশি শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে পাঠদানের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। প্রাথমিক শিক্ষাই আগামী দিনের স্মার্ট নাগরিকের প্রথম পাঠ। তাই এ শিক্ষার উন্নয়নে সম্ভব সবকিছু করতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ।
রোববার রাতে আইডিইবি মিলনায়তনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত 'প্রাথমিক শিক্ষার সংস্কার উদ্যোগ : বাংলাদেশ প্রেক্ষাপটে বাস্তবায়ন কৌশ ‘ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, যোগ্য ও দক্ষ শিক্ষকের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশের কারিগর। তাই স্বচ্ছতার ভিত্তিতে মানসম্মত শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। বিদ্যালয়গুলোতে স্মার্ট ক্লাসরুম ও ল্যাংগুয়েজ ল্যাব স্থাপন করা হচ্ছে।
আইডিইবির সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে সেমিনার আলোচনা করেন, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক, ড. মো. শাহ আলম মজুমদারসহ অনেকে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।