অর্ধশতাধিক বছরের পুরোনো বিদ্যাপীঠ নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের নাম পরিবর্তনের ক্ষোভ জানিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। ১৯৬৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম গত সেপ্টেম্বরে বদলে ফেলা হয়। নতুন করে এর নাম করা হয় নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুল।
বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান সাদিক। তিনি বলেন, 'আমাদের জীবনগল্পে এ স্কুলের নাম বারবার উঠে এসেছে। এখানের অনেক ছাত্র সমাজে প্রতিষ্ঠিত।'
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম বলেন, 'প্রশাসন নাগরিকদের সঙ্গে আলোচনা না করে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নিতে পারে না। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।'
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির বিষয়টিকে দেখছেন ঐতিহ্য মুছে ফেলার চক্রান্ত হিসেবে। এ অপচেষ্টা রুখে দাঁড়াতে সব শ্রেণি-পেশার নাগরিকের প্রতি আহ্বান জানান তিনি। এখানেই পড়াশোনা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের নাম পরিবর্তন অযৌক্তিক। তিনি সহপাঠীদের সঙ্গে বসে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, জেলা প্রশাসন থেকে এমপিওভুক্ত করার আশ্বাস দেওয়ার ভিত্তিতে তাঁরা নাম পরিবর্তন করেছেন। এ বিষয়ে পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ কোনো মন্তব্য করতে রাজি হননি।