জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে শোক বই উন্মুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচতলায় প্রয়াত এ উপাচার্যের স্মরণে স্মৃতিচারণ ও অনুভূতি লিপিবদ্ধ করছেন শিক্ষার্থীরা।
শোক বইয়ে প্রথম স্মৃতিচারণ ও অনুভূতি লিপিবদ্ধ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরাও অনূভুতি লেখেন। আগামী বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলবে শোক বই লেখার এ কার্যক্রম। উপাচার্যের স্মরণে শোক বই সবার জন্য উন্মুক্ত থাকবে।
শোক বইয়ে উপাচার্যের স্মরণে স্মৃতিচারণ ও অনুভূতি লিখতে আসা শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, উপাচার্য স্যার অসম্ভব রকমের সংস্কৃতিমনা মানুষ ছিলেন। তিনি শিক্ষার্থীবান্ধব ছিলেন, শিক্ষার্থীদের জন্য তিনি কাজ করেছেন। স্যারের মাগফিরাত কামনা করি।
আরেক শিক্ষার্থী মাহতাব লিমন বলেন, উপাচার্য স্যার অনেক ভালো মনের মানুষ ছিলেন। তিনি সততার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। স্যার সবার সঙ্গে হলে হাসিমুখে কথা বলতেন। জন্য আমরা মন থেকে দোয়া করি।
প্রয়াত উপাচার্যের স্মরণে আগামীকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।