চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে জাপানি ভাষার ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আলী আরশাদ চৌধুরীর সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন চবির সিনেট সদস্য ও ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য।
এতে মূল বক্তা ছিলেন জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় সেন্টার ফর দ্য স্টাডিজ অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রফেসর সাছিকো তাকাহি। এছাড়া ওর্য়াকশপে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী শফিউল আজিম।
এ সময় স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নঈমুদ্দিন হাসান তিবরিজী ও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান সুমাইয়া। এর আগে কর্মশালায় আগত অতিথিরা কলেজের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের হাতে বোনা নকশিকাঁথা, বাহারি রঙের শাড়ি ও পোশাকের প্রদর্শনী ঘুরে দেখেন।