ফরিদপুরে রাতের আঁধারে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কলেজটির তিন শিক্ষার্থী আহত হন। গতকাল রোববার মধ্যরাতে জেলা শহরের কলেজ ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, অনুজিৎ দত্ত (২২), পার্থ অধিকারী (২১) ও মো. রাশেদুল (২৪)।
কলেজটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রায়হান খান অপু দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী রাতের খাবার খেতে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায় ও মানিব্যাগ ছিনতাই করে। আহত দুই শিক্ষার্থী দৌঁড়ে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে। তারপরও দুর্বৃত্তরা ক্যাম্পাসের গেটে এসে নেশাগ্রস্ত অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে হলের শিক্ষার্থীরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এ ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষকরা তাদের শান্ত করে নিজ নিজ রুমে ফিরে যেতে অনুরোধ করেন।
বিভাগীয় প্রধান রায়হান খান অপু আরও বলেন, শিক্ষার্থীরা হলে ফেরার কিছু সময় পর একজন দুর্বৃত্ত নেশাগ্রস্ত অবস্থায় ফের রড ও কোদাল নিয়ে ক্যাম্পাসের গেটে আসে। এসে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক শিক্ষার্থীর মাথায় আঘাত করে রক্তাক্ত করে। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওই দুর্বৃত্তকে গণধোলাই দেয়। এ সময় আমিসহ কলেজের কয়েকজন শিক্ষক কোতোয়ালি থানা পুলিশকে খবর দিয়ে দুর্বৃত্তকে পুলিশের কাছে সোপর্দ করি।
কলেজের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, কলেজের দ্বিতীয় মেইন গেট ও মেইন রোডে পর্যাপ্ত আলো নেই। এ কারণে অধিকাংশ সময় মাদকসেবীদের অন্ধকার স্থানে মাদক গ্রহণ করতে দেখা যায়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।