চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে চারদিন আগে। তবে গত ১৬ ও ১৭ মে শেষ হওয়া পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ সোমবার। তার আগেই গতকাল রোববার রাতে ছেলের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল পেয়েছেন বলে জানিয়েছেন চবির এক কর্মকর্তা।
গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ছেলের মেধাতালিকা উল্লেখ করে উত্তীর্ণ হওয়ার খবর জানান মোহাম্মদ সোহরাওয়ার্দী নামে চবির ওই কর্মকর্তা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হয়েছে।
গতকাল রোববার রাতে দেয়া ফেসবুক পোস্টে চবির ওই কর্মকর্তা লেখেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে আবীর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে (সায়েন্স ফ্যাকাল্টি) ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১৬৯৬ এবং কোটা তালিকায় ৩য় হয়েছে। সবার কাছে দোয়াপ্রার্থী।
মোহাম্মদ সোহরাওয়ার্দী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কশিট শাখায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত। গতকাল রোববার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ফেসবুকে ওই পোস্টটি করেন। এর কিছুক্ষণ পর অবশ্য তিনি সেটি মুছে ফেলেন।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, আমার ছেলে ওয়েবসাইট থেকে ফল জানতে পেরে আমাকে জানায়। তার বন্ধুরাও ফলের কথা বলেছিল। তাই আমি পোস্টটি দিয়েছিলাম।
চবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, সোমবার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার তিনি কই থেকে, কীভাবে ফল জেনেছেন, আমার জানা নেই।