প্রথমে ফেল করলেও পরে খাতা চ্যালেঞ্জের আবেদন করে পাস করা শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন। আর যেসব শিক্ষার্থী আগে পাস করা যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে কিন্তু ভর্তির আবেদন করেননি তারাও অনলাইনে আবেদন করতে পারবেন এদিন। আর আগে আবেদন করা ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ভর্তি আবেদনের ফল পরিবর্তন করতে পারবেন। আগামীকাল বৃহস্পতিবার ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা কলেজে ভর্তির আবেদন গ্রহণ করা হবে।
বুধবার বিকেলে দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। যেসব শিক্ষার্থী আগে ফেল করেছিলেন কিন্তু খাতা চ্যালেঞ্জ করে পাস করেছেন তারা নতুন করে আবেদন করতে পারবেন। আর যেসব শিক্ষার্থী আগে পাস করে কলেজে ভর্তির আবেদন করেছিলেন কিন্তু পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হয়েছে তারা তাদের আবেদন এডিট করে ফল পরিবর্তন করতে পারবেন। আর আগে পাস করা শিক্ষার্থী যারা আবেদন করেননি কিন্তু ফল পরিবর্তন হয়েছে তারাও নতুন করে আবেদন করতে পারবেন। এ সুযোগ একদিনই (৩১ আগস্ট) থাকবে।
জানা গেছে, ফল বদলানো শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেয়া হবে না। শিক্ষার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ১৫০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দ দিতে হবে। একজন শিক্ষার্থী যতোগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
ইতোমধ্যে প্রথম ধাপে একাদশে ভর্তির আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ২০ আগস্ট। প্রথম ধাপে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ৫ সেপ্টেম্বর রাত আটটায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচনে নিশ্চায়নের সুযোগ পাবেন প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা। নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।
গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের ঠিক এক মাস পর গত ২৮ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা বোর্ডগুলোর ফল পর্যালোচনা করে দেখা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষার ফলে ফেল করার পর খাতা চ্যালেঞ্জ করে ২ হাজার ২৮৬ জন শিক্ষার্থী পাস করেছেন। ফেল করা ছয়জন পরীক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছেন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।