কাতার বিশ্বকাপে নৈপুণ্য দেখিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। এই গোলরক্ষকের কল্যাণেই তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। নায়কোচিত পারফরম্যান্সে ফিফার বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের মনোনয়ন পেলেন এমি।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে মুখ্য ভূমিকায় ছিলেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন গ্লাভস জেতেন তিনি।
ক্লিন শিট রাখেন ১১টি। বর্ষসেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় এমিলিয়ানো মার্টিনেজের প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের দুই গোলরক্ষক আলিসন বেকার ও এদেরসন, মরক্কোর ইয়াসিন বুনু ও বেলজিয়ামের থিবো কোর্তোয়া। ফিফার বর্ষসেরা তালিকায় এমিলিয়ানো মার্টিনেজ একমাত্র আর্জেন্টাইন নন। ২০২২ সালের সেরা জাতীয় দলের কোচের তালিকায় রয়েছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।
২০২২ সালের নারী সেরা গোলরক্ষকের মনোনয়ন পেয়েছেন চেলসির জার্মান কিপার অ্যান-কেত্রিন বার্গার, ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ তারকা ম্যারি ইয়ারপ্স, ভলসবুর্গের জার্মান গোলরক্ষক মার্লে ফ্রহমস, শিকাগো রেড স্টার্সের মার্কিন কিপার অ্যালিসা নায়ের, লিওঁর চিলিয়ান গোলরক্ষক ক্রিস্টিয়ানে এন্ডলার এবং বার্সেলোনার স্প্যানিশ তারকা সান্দ্রা প্যানোস গার্সিয়া ভিলামিল।
বর্ষসেরা পুরুষ গোলরক্ষক
- নাম ক্লাব দেশ
- এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলা আর্জেন্টিনা
- আলিসন বেকার লিভারপুল ব্রাজিল
- ইয়াসিন বুনু সেভিয়া মরক্কো
- থিবো কোর্তোয়া রিয়াল মাদ্রিদ বেলজিয়াম
- এদেরসন ম্যান সিটি ব্রাজিল