ফেনী পলিটেকনিকে ছাত্রলীগের সংঘর্ষ : ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ - দৈনিকশিক্ষা

ফেনী পলিটেকনিকে ছাত্রলীগের সংঘর্ষ : ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ

ফেনী প্রতিনিধি |

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত ১২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। বহিষ্কারসহ তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।

গতকাল বুধবার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খিসার কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। অধ্যক্ষ প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির একাধিক সদস্য বলেন, ১ মার্চ দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি মিশুসহ ১৫ জন আহত হন। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি ওই দিনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ, প্রত্যক্ষদর্শীসহ অন্তত ১৫ জনের বক্তব্য শুনে ১২ জন শিক্ষার্থীকে প্রত্যক্ষভাবে জড়িত থাকার সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

 

তদন্ত কমিটি সূত্রে জানা যায়, ভবিষ্যতে সংঘাত রোধে ক্যাম্পাসের উপযুক্ত স্থানে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, জুনিয়র-সিনিয়র দ্বন্দ্ব নিরসনে বিভাগীয় প্রধানদের মাধ্যমে নিয়মিত কাউন্সেলিং এবং শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খলতার প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে অভিভাবকদের বিষয়টি জানানো যেতে পারে বলে তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়।

সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন পাওয়ার ডিপার্টমেন্টের চিফ ইনস্ট্রাক্টর ও আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন (এআইডিটি) বিভাগের বিভাগীয় প্রধান ইখলাস উদ্দিন এবং সদস্যসচিব ছিলেন ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা রফিক আহমদ। কমিটির অন্য সদস্যরা হলেন সাহাব উদ্দিন ছাত্রাবাসের সুপারিনটেনডেন্ট ও মেকানিক্যাল বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আক্তারুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ও শাহীন ছাত্রাবাসের সুপারিনটেনডেন্ট জি এম তাজ উদ্দিন এবং কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

এর আগে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ছয় নেতাকে পদ থেকে বহিষ্কার করা হয়।

ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা, নীতি-আদর্শবহির্ভূত কার্যকলাপে জড়িত থাকায় তাঁদের ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন সহসভাপতি আনোয়ারুল আজিম (আরাফাত), সহসভাপতি নিলয় মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আল মাহমুদ (রুতাপ), সাংগঠনিক সম্পাদক তারেক মনোয়ার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার চৌধুরী (প্রিয়ম), দপ্তর সম্পাদক মো. দ্বীন মোহাম্মদ।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0139319896698