ফের ময়মনসিংহ বোর্ড ঘেরাও ফেল করা শিক্ষার্থীদের - দৈনিকশিক্ষা

ফের ময়মনসিংহ বোর্ড ঘেরাও ফেল করা শিক্ষার্থীদের

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

এইচএসসির ফল বাতিলের দাবিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন অকৃতকার্য একদল শিক্ষার্থী। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে তারা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা প্রধান ফটকে এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে তারা নগরের টাউন হল মোড়ে জড়ো হয়ে শিক্ষা বোর্ডের দিকে যান। ঘোষিত ফল বাতিল করে এসএসসির ফল অনুযায়ী সাবজেক্ট ম্যাপিং করে ফল ঘোষণার দাবি জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থী মো. সাদেকুর রহমান বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক। কিন্তু শিক্ষার্থীদের দাবি বোর্ড কর্ণপাত করছে না। তারা বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া কিছু বলতে পারবে না। এতে আমরা হতাশ। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

মৌসুমী আক্তার নামের এক শিক্ষার্থী বাংলা ও ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন। তিনি বলেন, ‘যে বিষয়ে ভালো পরীক্ষা দিয়েছি, সেখানে অকৃতকার্য দেখানো হয়েছে। ফল সঠিক হয়নি। সাবজেক্ট ম্যাপিং সঠিকভাবে করলে এত শিক্ষার্থী ফেল করত না। আমরা অটো পাস চাই না, এসএসসির সঙ্গে সব বিষয়ের সাবজেক্ট ম্যাপিং করে ফল চাই।’

এর আগে গতকাল সোমবার শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। দুপুর ১২টার দিকে শিক্ষা উপদেষ্টা বরাবর দেওয়া ওই স্মারকলিপিতে দুটি দাবির কথা উল্লেখ করেন তারা। এগুলো হলো, ১৫ অক্টোবর প্রকাশিত ত্রুটিপূর্ণ ও বৈষম্যযুক্ত ফল বাতিল ঘোষণা করতে হবে এবং দেশের সব বোর্ডের সঙ্গে সমভাবে সাবজেক্ট ম্যাপিং নিয়ে আলোচনা করে এসএসসির ফলাফল থেকে আবার সব বিষয়ের ফলের তালিকা তৈরি করতে হবে।

গত রোববার দুপুর ১২টা থেকে একই দাবিতে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সেদিন শিক্ষা বোর্ডের অবরুদ্ধ কর্মকর্তারা রাত ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে বোর্ড ত্যাগ করে বাসায় ফেরেন। শিক্ষার্থীরা চার দফা দাবিতে বোর্ড চেয়ারম্যানের কাছে সেদিন স্মারকলিপি দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের আজ বোঝাতে গিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, ‘দাবিগুলো জেলা প্রশাসক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। আমরাও জানিয়েছি। ওপর থেকে সিদ্ধান্ত না এলে এখান থেকে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।’

প্রথম দিনের ভাইভায় যেসব প্রশ্নের মুখোমুখি হলেন প্রার্থীরা - dainik shiksha প্রথম দিনের ভাইভায় যেসব প্রশ্নের মুখোমুখি হলেন প্রার্থীরা পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়া যেভাবে আড়ালে - dainik shiksha পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়া যেভাবে আড়ালে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলে বেপরোয়া ছিলেন সাদিক আব্দুল্লাহ - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলে বেপরোয়া ছিলেন সাদিক আব্দুল্লাহ জাতি গঠনের সুযোগ ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার - dainik shiksha জাতি গঠনের সুযোগ ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ - dainik shiksha প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ please click here to view dainikshiksha website Execution time: 0.0064680576324463