ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলার বলতলা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম হিসাব সহকারী মো. আল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি মামলায় সাতদিন হাজত বাস করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত সোমবার বিষয়টি জানা গেছে।
সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শাহ জামাল খান জানান, গত ৪ জানুয়ারির সভার সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিধান অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন খোরপোষ ভাতা পাবেন তিনি। তবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও জানান প্রধান শিক্ষক।
২০১৯ খ্রিষ্টাব্দের ১৮ আগস্ট বিকেলে উপজেলার বলতলা এলাকার দোগনা বাজারের খলিলুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বসে একই এলাকার মানিক খানকে মারধর করার অভিযোগ আল আমিনের বিরুদ্ধে। ওই মামলার আসামি তিনি।
জানতে চাইলে মঙ্গলবার আল আমিন দাবি করেন, তিনি নির্দোষ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আযিম জানান, বিষয়টি তার জানা নেই।