দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : কানাডা কিংবা অস্ট্রেলিয়ার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের অনেকেই বর্তমানে বেছে নিচ্ছেন ফ্রান্স। প্রতি বছর প্রচুর বিদেশি শিক্ষার্থী পড়তে যান ফ্রান্সে। আধুনিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিকভাবে উন্নত ফ্রান্সে শিক্ষা গ্রহণের পর আছে বিশ্বব্যাপী ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ। এছাড়া ফ্রান্সের সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানা ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে উচ্চশিক্ষার জন্য।
তেমনি একটি স্কলারশিপ হচ্ছে ‘ইন্টারন্যাশনাল মাস্টার্স স্কলারশিপ প্রোগ্রাম আইডিইএক্স’। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের পড়ার সুযোগ দিচ্ছে ফ্রান্সের প্যারিস স্যাকলে ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল ২০২৪।
১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। তবে একাডেমিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পরবর্তী বছরের স্কলারশিপ নির্ধারণ করা হবে। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির যেকোনো বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন।
ফ্রান্সের প্যারিসে অবস্থিত প্যারিস স্যাকলে বিশ্ববিদ্যালয় একটি ফরাসি গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০১৪ খ্রিষ্টাব্দে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধাসমূহ
* শিক্ষার্থীদের বছরে ১০ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১১ লাখ ৯১ হাজার ২৫৩ টাকা) প্রদান করা হবে।
* ভ্রমণ এবং ভিসা খরচের জন্য ১ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ১৯ হাজার ১২৫ টাকা) প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
* বয়স অনূর্ধ্ব ৩০ হতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ফরাসী মাটিতে এক বছরেরও কম সময়ের জন্য বসবাসকারী বিদেশী শিক্ষার্থী।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
প্রয়োজনীয় নথি
* পাসপোর্ট কপি।
* জন্মনিবন্ধন সার্টিফিকেট কপি।
* পাসপোর্ট সাইজ ছবি।
* পূরণকৃত অ্যাপ্লিকেশন ফরম।
* ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট।
* এসএসসির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
* এইচএসসির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
* স্নাতকের ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে- https://www.universite-paris-saclay.fr/en/admission/bourses-et-aides-financieres/international-masters-scholarships-program-idex